ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা

প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ -কপোতাক্ষ

খুলনা বিভাগের পাঁচ জেলার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার) দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও নড়াইলের ৪৬ জন সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এসময় তিনি বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঁকিঝুঁকি দিচ্ছে। মিছিল করছে, বিক্ষোভ করছে। ফ্যাসিবাদরা মাথাচাড়া দিচ্ছে আমাদের বিভেদের কারণে। সাংবাদিকদের ভিতর পারস্পরিক কাঁদা ছুড়াছুড়ি করছি। একে অপরকে জামাত-বিএনপি বলে ঘায়েল করছি। আমাদের এই আত্মঘাতি প্রবণতা থেকে বের না হতে পারলে চরম মূল্য দিতে হবে। এই মূল্য বিগত ১৫ বছরের চেয়েও কঠিন হবে। দেশত্ববোধ, গণতন্ত্র ও মূল্যবোধ ধারণ করে পারস্পরিক কাঁদা ছুড়াছুড়ি না করে জাতীয়তাবাদী, ইসলামপন্থী যাই হোক না কেন বাংলাদেশের পক্ষে কাজ করি।

সাংবাদিকতায় স্বাধীনতার সুযোগে সাংবাদিকরা উদাসীন হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, লেখার স্বাধীনতা পেয়ে যা ইচ্ছে লিখলাম, বললাম, এটা দায়িত্বশীল সাংবাদিকতা নয়। সাংবাদিকতার জায়গায় উদাসীন হয়ে যাচ্ছি আমরা। নিজেরা দায়িত্বশীলতার পরিচয় না দিলে আবারও সাংবাদিকতা স্বাধীনতা হারাবে বলেও তিনি মন্তব্য করেন। স্বাধীনতার সুযোগে আমরা যেন কোনো ভুয়া নিউজ না করি, তাহলে এগুলোকে পুঁজি করে স্বাধীনতা হরণের প্রেক্ষাপট তৈরি হবে। সাংবাদিক নিপীড়নের আইন করার সুযোগ নেবে ক্ষমতাসীনরা।

মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে নতুন ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারা দেশে কর্মরত সত্তরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের উপ-পরিচালক বিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, প্রেস ক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।

সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা

আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

খুলনা বিভাগের পাঁচ জেলার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার) দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও নড়াইলের ৪৬ জন সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এসময় তিনি বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঁকিঝুঁকি দিচ্ছে। মিছিল করছে, বিক্ষোভ করছে। ফ্যাসিবাদরা মাথাচাড়া দিচ্ছে আমাদের বিভেদের কারণে। সাংবাদিকদের ভিতর পারস্পরিক কাঁদা ছুড়াছুড়ি করছি। একে অপরকে জামাত-বিএনপি বলে ঘায়েল করছি। আমাদের এই আত্মঘাতি প্রবণতা থেকে বের না হতে পারলে চরম মূল্য দিতে হবে। এই মূল্য বিগত ১৫ বছরের চেয়েও কঠিন হবে। দেশত্ববোধ, গণতন্ত্র ও মূল্যবোধ ধারণ করে পারস্পরিক কাঁদা ছুড়াছুড়ি না করে জাতীয়তাবাদী, ইসলামপন্থী যাই হোক না কেন বাংলাদেশের পক্ষে কাজ করি।

সাংবাদিকতায় স্বাধীনতার সুযোগে সাংবাদিকরা উদাসীন হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, লেখার স্বাধীনতা পেয়ে যা ইচ্ছে লিখলাম, বললাম, এটা দায়িত্বশীল সাংবাদিকতা নয়। সাংবাদিকতার জায়গায় উদাসীন হয়ে যাচ্ছি আমরা। নিজেরা দায়িত্বশীলতার পরিচয় না দিলে আবারও সাংবাদিকতা স্বাধীনতা হারাবে বলেও তিনি মন্তব্য করেন। স্বাধীনতার সুযোগে আমরা যেন কোনো ভুয়া নিউজ না করি, তাহলে এগুলোকে পুঁজি করে স্বাধীনতা হরণের প্রেক্ষাপট তৈরি হবে। সাংবাদিক নিপীড়নের আইন করার সুযোগ নেবে ক্ষমতাসীনরা।

মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে নতুন ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারা দেশে কর্মরত সত্তরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের উপ-পরিচালক বিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, প্রেস ক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।

সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ