২৩ মেডিকেল ক্যাম্পে ৫০ হাজার রোগীর সেবা লাভ
- আপডেট সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪৮৬ বার পড়া হয়েছে
মেডিকেল ক্যাম্পের সমাপনিতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন প্রধান অতিথির বক্তৃতা দেন -কপোতাক্ষ
যশোরের ঝিকরগাছা-চৌগাছা উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় সেবা কার্যক্রমটি পরিচালিত হয়। মানবিক এই উদ্যোগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও আকিজ বেকার্স লিমিটেড সহযোগিতা করে।
গত ৭ আগস্ট এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়। ঝিকরগাছা পৌরসভার বিএম হাইস্কুলে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
আজ (শনিবার) চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৩তম ক্যাম্পটির মাধ্যমে মাসব্যাপি আয়োজনের সমাপ্তি হয়।
সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
এসব ক্যাম্প থেকে প্রায় ৫০ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন। এরমধ্যে প্রায় এক হাজার রোগীর বিমামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছানি অপারেশনের সুবিধা দেয়া হয়েছে। চোখ পরীক্ষার পর বিনামূল্যে চশমা পেয়েছেন আড়াই হাজার রোগী।
ক্যাম্প থেকে চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু ও দন্ত রোগের চিকিৎসা সেবা পেয়েছেন সাধারণ মানুষ। শুধু ব্যবস্থাপত্র নয়, রোগীদের প্রয়োজনীয় ডায়াগনোস্টিক, ফ্রি চোখ পরীক্ষা করে চশমা প্রদান এবং ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ক্যাম্পে উল্লেখযোগ্য সংখ্যক চোখের রোগী উপস্থিত হতে দেখা গেছে। চক্ষু বিভাগের অভিজ্ঞ টিম চোখের প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম এবং যন্ত্রপাতি নিয়ে সেবা প্রদান করেন।
এছাড়া সহজ বাংলা ভাষায় অনুবাদ করা পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় ক্যাম্পে। প্রতি ক্যাম্পে তিনশ পিস করে প্রায় ৭ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।
উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন বয়সী এবং ধর্ম-বর্ণ ও শ্রেণি পেশার নারী-পুরুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে ছুটে আসেন। ক্যাম্পগুলোতে মহিলাদের উপস্থিতি ছিল বেশি। সকাল থেকে লম্বা লাইন দিয়ে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে দেখা গেছে। স্বাস্থ্য সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
গোটা ক্যাম্প সরাসরি তদারকি করেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। শুধু তদারকি নয়, সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং নিজে রোগীও দেখেছেন তিনি। সমস্যা সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হকের নেতৃত্বে অভিজ্ঞ মেডিকেল টিম ক্যাম্পে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন ।
আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের জিএম মো. রবিউল হক ও রেল রোডস্থ আদ্-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম মেডিকেল টিমকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।


















