গানের সুরে নাচের ছন্দে উদীচীর বর্ণিল শরৎ বন্দনা
- আপডেট সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
শরৎ সন্ধ্যায় গানের সুরে নৃত্যের ছন্দে উৎসবের আমেজে মেতে উঠলো যশোরবাসী। আজ (শুক্রবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পীরা নাচে গানে ফুটিয়ে তোলে আবহমান বাংলার ঋতুবৈচিত্র্য।
‘ওরে আকাশ ভেঙ্গে বাহিরকে আজ নেব রে লুটে করে’- প্রতিপাদ্যে শরৎ বন্দনার আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। নৃত্যের পাশাপাশি একক ও দ্বৈত গানে শিশু-কিশোরদের একের পর এক পরিবেশনায় বর্ণিল হয়ে উঠে শিল্পকলা মিলনায়তন। ছুটির দিনে শরৎ বন্দনায় মুগ্ধ হন বিভিন্ন বয়সী দর্শকেরাও।
বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে শরৎ-এর কথামালায় সজ্জিত শরৎ উৎসবে হিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে সম্প্রীতির সমাজ গড়ার আকাক্সক্ষা। উচ্চারিত হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বদেশ গড়ার প্রত্যয়।
শরতের শুভ্রতা প্রকৃতি ও মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু। তিনি বলেন, ‘আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি, তারা শাপলার বিলে সাঁতার কেটেছি। কাশবনে ঘুরে বেড়িয়েছি। তাদের অনুভবে শরৎ ধরা দেয় অনন্য রূপে। শহরের শিশুদের কাছে হয়তো এই রূপ অচেনা। আমাদের অভিভাবকদের দায় রয়েছে, আমাদের সন্তানদের প্রকৃতির এই রূপ-বৈচিত্র্য সম্পর্কে জানানোর। গ্রামে এখনও কিছু কিছু প্রকৃতির বৈচিত্র্য দেখা যায়। এই রূপ-বৈচিত্র্যের সঙ্গে আমাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে হবে। শরৎ ঋতু আমাদের শুদ্ধ সুন্দর শুভ্রতায় বার্তা দেয়। এই শরৎ সকলের জীবনে মঙ্গল বয়ে আনুক।’



















