যবিপ্রবির সঙ্গে প্রয়াস, যশোর অঞ্চলের সমঝোতা স্মারক সই
- আপডেট সময় : ০৪:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
ফিজিওথেরাপি চিকিৎসার পেশাগত দক্ষতা ও শিক্ষার মান উন্নয়নে, আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার গবেষণাসহ প্রয়াস যশোর অঞ্চলের অটিজম বাচ্চাদের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা, তাদের অ্যাসেসমেন্ট ও সার্বিকভাবে একটি সুস্থ পরিবেশে বেড়ে ওঠার জন্য সাহায্য করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে প্রয়াস যশোর অঞ্চলের একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রয়াস যশোর অঞ্চলের নিজস্ব অডিটরিয়ামে আজ (মঙ্গলবার) এ সমঝোতা স্মারক সই হয়।
যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান এবং প্রয়াস যশোর অঞ্চলের পক্ষে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার কবির প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষার্থীরা সরাসরি প্রয়াস যশোর অঞ্চলের স্পেশাল চাইল্ড বা অটিজম শিশুদের কাছাকাছি এসে তাদের সাথে মেলামেশার মাধ্যমে গভীরভাবে অ্যাসেসমেন্ট করার সুযোগ পাবে। এর ফলে তাদের জন্য সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা ও রিহ্যাব প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে সম্মুখ জ্ঞান লাভ করতে পারবে। তারা বাস্তবতার নিরিখে পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারবে, যা তাদের শিক্ষার মান উন্নয়নে, আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার গবেষণায় সর্বোপরি দেশ ও জাতির উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করবে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের আরও দক্ষ ও গুণগতমানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে এবং রোগীদের জন্য আধুনিক ও গুণগতমানসম্মত স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করবে।
সমঝোতা স্মারক সইয়ের সময় অন্যান্যের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, সহকারী পৃষ্ঠপোষক যশোর প্রয়াস শ্যামলী হায়দার ইমদাদ, চেয়ারম্যান যশোর প্রয়াস ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাযহার সিদ্দিকী, আমন্ত্রিত অন্যান্য সিনিয়র অফিসারবৃন্দ, প্রয়াস যশোরের গভর্নিং বডির সকল সদস্য, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় হতে আগত পিটিআর বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন



















