ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যবিপ্রবির বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন লাভ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস, যেখানে রয়েছে ভেটেরিনারি মেডিসিন অনুষদ -কপোতাক্ষ ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। এর ফলে এই অনুষদ থেকে পাসকৃত শিক্ষার্থীরা এখন থেকে পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে দেশে-বিদেশে স্বীকৃতি পাবেন।

বিভিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস নিবন্ধন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই স্বীকৃতি যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে দেশের ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে বিভিসির নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম। অবশেষে নিবন্ধন লাভ করেছে অনুষদটি। এতে করে শিক্ষার্থীরা পড়াশুনা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে আরও আধুনিকায়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারে। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ল্যাবকে আরও সমৃদ্ধকরণ করার লক্ষ্যে ইতোমধ্যে উন্নত সরঞ্জামাদি ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের তৃতীয় ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে এই নিবন্ধন কার্যকর হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রকৃত দক্ষ ভেরেরিনারি ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারবেন। এই নিবন্ধন পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগই পাবেন না, বরং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবির বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন লাভ

আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। এর ফলে এই অনুষদ থেকে পাসকৃত শিক্ষার্থীরা এখন থেকে পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে দেশে-বিদেশে স্বীকৃতি পাবেন।

বিভিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস নিবন্ধন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই স্বীকৃতি যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে দেশের ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে বিভিসির নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম। অবশেষে নিবন্ধন লাভ করেছে অনুষদটি। এতে করে শিক্ষার্থীরা পড়াশুনা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে আরও আধুনিকায়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারে। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ল্যাবকে আরও সমৃদ্ধকরণ করার লক্ষ্যে ইতোমধ্যে উন্নত সরঞ্জামাদি ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের তৃতীয় ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে এই নিবন্ধন কার্যকর হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রকৃত দক্ষ ভেরেরিনারি ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারবেন। এই নিবন্ধন পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগই পাবেন না, বরং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।