ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চার স্বর্ণের বারসহ যুবক আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

কপোতাক্ষ ফাইল ছবি

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন।

আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, আটককৃত অমিত বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ২৩০ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ও নগদ টাকা মিলিয়ে মোট সিজার মূল্য ৭০ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস জানিয়েছে, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরার সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে আসছিল সে।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চার স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন।

আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, আটককৃত অমিত বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ২৩০ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ও নগদ টাকা মিলিয়ে মোট সিজার মূল্য ৭০ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস জানিয়েছে, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরার সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে আসছিল সে।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।