ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

ছুরিকাঘাতে নিহত মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম -কপোতাক্ষ ফাইল ছবি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন। নিহত আশরাফুল ইসলাম (৪০) মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

আজ (শনিবার) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে আতাউরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আশরাফুল। এ সময় অপরিচিত কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনও জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন। নিহত আশরাফুল ইসলাম (৪০) মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

আজ (শনিবার) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে আতাউরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আশরাফুল। এ সময় অপরিচিত কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনও জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।