ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম

ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথির বক্তৃতা দেন -কপোতাক্ষ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোনোপ্রকার ষড়যন্ত্র কিংবা চক্রান্ত জনগণ মেনে নেবে না। বিএনপির শক্তি জনগণ, সেই জনতার শক্তি নিয়ে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছি। সেই জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দিয়ে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ।

আজ (বৃহস্পতিবার) যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে প্রেক্ষাপট পরিবর্তন চায়। সে কারণে বিএনপি দীর্ঘ ১৬ বছর বিরামহীন আন্দোলন করেছে। সেই আন্দোলনে মহিলারা সাহস ও শক্তি জুগিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলাদের অবদান বিএনপি সবসময় স্বীকার করে।

তিনি বলেন, আগামীতে জনগণ নির্ভয়ে ভোটের মাঠে গিয়ে তাদের পছন্দের ব্যাক্তিকে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য আজও বিএনপির লড়াই করছে। বিএনপির ভিত অনেক মজবুত, কারণ বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। সীমাহীন নির্যাতন সহ্য করেও বিএনপির একজন কর্মীও আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কথা ভাবে এবং তাদের কষ্ট লাঘবের কাজ করে। বিএনপি মাদক এবং অস্ত্রবাজদের হাত থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রুখে দিতে পারে।

নারী নেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম

ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ

আপডেট সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোনোপ্রকার ষড়যন্ত্র কিংবা চক্রান্ত জনগণ মেনে নেবে না। বিএনপির শক্তি জনগণ, সেই জনতার শক্তি নিয়ে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছি। সেই জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দিয়ে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ।

আজ (বৃহস্পতিবার) যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে প্রেক্ষাপট পরিবর্তন চায়। সে কারণে বিএনপি দীর্ঘ ১৬ বছর বিরামহীন আন্দোলন করেছে। সেই আন্দোলনে মহিলারা সাহস ও শক্তি জুগিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলাদের অবদান বিএনপি সবসময় স্বীকার করে।

তিনি বলেন, আগামীতে জনগণ নির্ভয়ে ভোটের মাঠে গিয়ে তাদের পছন্দের ব্যাক্তিকে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য আজও বিএনপির লড়াই করছে। বিএনপির ভিত অনেক মজবুত, কারণ বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। সীমাহীন নির্যাতন সহ্য করেও বিএনপির একজন কর্মীও আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কথা ভাবে এবং তাদের কষ্ট লাঘবের কাজ করে। বিএনপি মাদক এবং অস্ত্রবাজদের হাত থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রুখে দিতে পারে।

নারী নেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন।