চৌগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
আজ (শুক্রবার) যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষ-শিশুসহ প্রায় আড়াই হাজার রোগীর চিকিৎসা সেবা এবং ১১ শতাধিক রোগীকে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া, তিনশো কোরআন শরীফ বিতরণ করা হয়।
যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও দন্ত রোগের সেবা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।
শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদ এর আয়োজন করে।



















