ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল -কপোতাক্ষ

১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।

আজ (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক থেকে বের হয়ে কোর্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডে লজ্জিত না হয়ে, ক্ষমা না চেয়ে উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিভিন্ন কর্মসূচি ডেকে ফের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এসবের দায় একমাত্র শেখ হাসিনাকেই নিতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি।

নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেন, যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে যুবদলের নেতাকর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। এসব নিষিদ্ধ সংগঠনের নেতাদের যেখানে দেখা যাবে, কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে। যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এসময় জেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ

আপডেট সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।

আজ (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক থেকে বের হয়ে কোর্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডে লজ্জিত না হয়ে, ক্ষমা না চেয়ে উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিভিন্ন কর্মসূচি ডেকে ফের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এসবের দায় একমাত্র শেখ হাসিনাকেই নিতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি।

নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেন, যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে যুবদলের নেতাকর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। এসব নিষিদ্ধ সংগঠনের নেতাদের যেখানে দেখা যাবে, কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে। যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এসময় জেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।