নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে
- আপডেট সময় : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিম বেগম বলেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন বিএনপি শুরু করেছিল তা এখনও চলমান। আন্দোলনের একটি পর্যায়ে পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও এখনও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই যতদিন এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন বিএনপির এই আন্দোলন চলবে। বিএনপি রাজপথে ছিল, এখনও আছে। যতদিন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন বিএনপি রাজপথে থাকবে।
তৃণমূলে নারীদের সুসংগঠিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলা মহিলা দলের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শৈলী ও যুগ্ম-সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনও নিজেদের ভোগ বিলাসের জন্য রাজনীতি করে না, দেশ ও জনগণের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। বিএনপি যতবারই জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। এই যশোরেও প্রতিটি উন্নয়ন কাজে বিএনপির হাতের ছোঁয়া রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক মরহুম তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন।
প্রধান বক্তার বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত এক যুগের অধিক সময় জনগণের ভোট ডাকাতি করে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট আওয়ামী লীগ কেবলমাত্র জনগণের সম্পদ লোপাট করা ছাড়া আর কিছুই করেনি। যে কারণে সারা দেশের মতো যশোরেও উন্নয়নের যাত্রা থেমে গিয়েছিল। আগামীতে বিএনপি জনগণের রায়ে আবারও দেশ পরিচালনার সুযোগ পেলে উন্নয়নের চাকা সচল করা হবে। যশোরের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানো হবে। আর তার জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও সংঘটিত হতে হবে। মনে রাখতে হবে সামনে কঠিন সময়। আমাদের সকলকে ধৈর্য্য সহকারে সাধারণ মানুষের পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।



















