‘যুবলীগ কর্মীকে’ বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা
- আপডেট সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দিনগত মধ্যরাত বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৫০) ঐ গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির পাশেই গলাকেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সাথে যুক্ত। তবে তার নামে একাধিক মামলাও রয়েছে।
নিহত রেজাউল ইসলামের স্ত্রী শিউলি বেগম বলেন, ‘রাত ১২টার দিকে মোবাইল ফোনে একটি কল আসলে রেজাউল বাড়ির ছাদে বসে কিছুক্ষণ কথা বলেন। এরপর দরজা খুলে বাইরে যান। কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, কথা বলে আসছি। কারা ডাকছে জানতে চাইলে তিনি বলেছিলেন, এসে জানাচ্ছি।’
শিউলি আরও বলেন, এর কিছু সময় পর প্রতিবেশীদের ডাকে ঘুম ভেঙে জানতে পারেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রেজাউলের নিথর দেহ পড়ে আছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, রেজাউল ইসলামকে ডেকে নিয়ে বাড়ির পাশেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত রেজাউলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে। এগুলোর অধিকাংশ ডাকাতি চেষ্টা, অস্ত্র ও মাদকবিরোধী অভিযোগে দায়ের করা।
তবে বুধবার বিকাল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। হত্যার কারণও পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



















