চৌগাছা সীমান্ত
বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে ৬ বাংলাদেশি ফেরত
- আপডেট সময় : ০৩:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। তারা সকলেই একই পরিবারের সদস্য ও বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার বেলমারা এলাকার বাসিন্দা।
আজ (বুধবার) দুপুরে মাশিলা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জোয়ানদের কাছে তাদের হস্তান্তর করেন।
থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা মৃত ইনছার আলীর ছেলে সামছুদ্দিন (৫৮), সামছুদ্দিনের ছেলে আলম হোসেন (৩৭) এবং আলম হোসেনের স্ত্রী রুবি খাতুন (৩৫) দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যের অনিতাথ এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। সেখানে আলম হোসেনের তিন সন্তান জন্ম নেয়। তারা হলো : গুলসান খাতুন (১৮), গুলছানা খাতুন (১৫) ও কেইফ আলম (১৪)।
সাম্প্রতিকালে হরিয়ানা রাজ্য তাদের বসবাসের অনুপযোগী হয়ে উঠায় তারা বিনা পাসপোর্টে ভারত ছেড়ে নিজ দেশে আসার পরিকল্পনা করেন এবং পশ্চিমবঙ্গের বয়রা বর্ডারে একত্রিত হন। এসময় তারা সকলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়েন।
বিএসএফ সদস্যরা মাশিলা ক্যাম্পের বিজিবি জোয়ানদের সাথে পতাকা বৈঠকে আলোচনা করে সকলেকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। দুপুরে বিজিবি সদস্যরা উল্লিখিত ছয়জনকে চৌগাছা থানায় হস্তান্তর করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সকলেই থানা হেফাজতে আছে। আমরা নিশ্চিত হয়েছে ছয়জনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়েছে তারা এলে সকলকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।



















