বৃক্ষের সাথে শিশুর মিতালী
- আপডেট সময় : ০১:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৪৮৪ বার পড়া হয়েছে
মারিয়াম রহমান। ১ম শ্রেণির শিক্ষার্থী। সকালে স্কুলে এসে হাতে ফুলের গাছ উপহার। কি চমৎকার। মারিয়াম তো সেই খুশি। আনন্দে মা কে বলছে, মা জানো.. আমি না আজকে ফুলের গাছ উপহার পেয়েছি। কি গাছ জানো মা? মিনি টগর..। এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করছিল শিশু শিক্ষার্থী মারিয়াম।
তার মতো কেজি শ্রেণির শিক্ষার্থী আয়শা নাজিফা ও অন্যান্য শিশুদের হাতে রঙ্গন, কাঠ গোলাপ, গোলাপ, কাগজি লেবুসহ নানা ধরনের বৃক্ষ উপহার দেয়া হয়। বৃক্ষরোপন অভিযান সামাজিক কর্মসূচির অংশ হিসেবে যশোর সিটি বয়েজ ক্লাব সংগঠন শিশুদের হাতে ফুলের চারা উপহার দেয়। গাছ পেয়ে শিশু শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।
মারিয়াম ও নাজিফার মতো একশ’ শিক্ষার্থীর হাতে একশ’ গাছ উপহার দেয়া হয়। গাছগুলো হাতে পেয়ে ফটো সেশনে মেতে উঠে এই ছোট্ট সোনামনিরা। এসময় উপস্থিত অভিভাবকদের বলতে শোনা যায় : ‘গাছের সাথে শিশুদের যে এত মিতালী হতে পারে তা আজকে চোখে দেখলাম’। শিক্ষার্থীদের সাথে তাদের মায়েদের চোখে মুখেও সুখানুভূতি প্রকাশ পায়। এই ধরনের সামাজিক কার্যক্রমের প্রসংশা করেন তারা।
৬ আগস্ট সকাল সাড়ে ৭টায় শহরের লালদীঘির পূর্ব পাড়ে অবস্থিত ব্রাদার টিটোস হোম- বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে এই ফুলের চারা উপহার প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির মর্নিং এ্যাসেমব্লি অনুষ্ঠানে এই গাছের চারা উপহার দেয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাদার টিটো’স হোম-এর পরিচালক মো. আলী আযম টিটো। সিটি বয়েজ ক্লাবের সভাপতি মীর জুবায়ের হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করতে পেরে আনন্দ অনুভব করছি। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের বার্তা শিশু মনে জাগ্রত হোক এই কামনা আমাদের।
এই বৃক্ষরোপন কেবল একটি কর্মসূচি নয়, এটি ছিল প্রকৃতি, মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ।
শিশু শিক্ষার্থীরা জানায়, এই ফুলের চারা তাদের বাসার ব্যালকনিতে কেউ বাসার আঙিনায় রোপন করবে। তারা গাছের পরিচর্যা করবে। এই গাছে ফুল ফুটবে সৌন্দর্য ও সৌরভ ছড়াবে। কি যে সুন্দর হবে। শিশু মনে আরও কত কল্পনা এবং পরিকল্পনা রয়েছে তা ব্যক্ত করে প্রতিবেদককে। বিষয়টি দারুন উপভোগ্য হয়।
উপস্থিত থেকে শিশুদের হাতে গাছের চারা তুলে দেন এবং অনুভূতি ব্যক্ত করেন সংগঠনের সেক্রেটারি জাহিদুর রহমান, সহসভাপতি মোল্লা বাবু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশিকুজ্জামান অপু, ক্রীড়া সম্পাদক মনির আহমদ দিপু, প্রচার সম্পাদক সহেলুজ্জামান বাবুসহ অন্যান্যরা।
এসময় ব্যবসায়ী আহমাদ আলী মুকুল, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, ব্যাংকার মাজহারুল ইসলাম জনি, শিক্ষক মো. আশরাফ আলীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



















