ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ

এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

নবীন ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় -কপোতাক্ষ

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস উত্তীর্ণ নবম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) মেডিকেল কলেজের ডা. মো. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে প্রোগ্রামের আয়োজন করা হয়।

আজ থেকে ৪৫ জন দেশি-বিদেশি নবীন চিকিৎসক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগদান করলেন। এসব নবীন ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। তিনি ডাক্তার হিসেবে নিজেদের সুশীলতা-স্নিগ্ধতা, সুনিপুতার চর্চা করার আহ্বান জানিয়ে বলেন, কয়দিন আগে তোমরা আমাদের ছাত্রী ছিলে। আজ আমাদের সহকর্মী। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। রোগীদের সাথে আন্তরিক দরদী ব্যবহারের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. এসএম আবু আহসান, অধ্যাপক ডা. বদরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, অধ্যাপক ডা. মারুফা আখতার, সহযোগী অধ্যাপক ডা. মো. আফজাল হোসেন খান।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. শর্মিষ্ঠা ঘোষ। সঞ্চালনা করেন প্রভাষক ডা. রোকসানা হাবিব।

ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান ইন্টার্ন কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান।

অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।

উল্লেখ্য, নবীন এই চিকিৎসকরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। পাশের হারের দিক থেকে ২৪টি মেডিকেল কলেজের মধ্যে আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান সপ্তম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ

এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম

আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস উত্তীর্ণ নবম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) মেডিকেল কলেজের ডা. মো. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে প্রোগ্রামের আয়োজন করা হয়।

আজ থেকে ৪৫ জন দেশি-বিদেশি নবীন চিকিৎসক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগদান করলেন। এসব নবীন ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। তিনি ডাক্তার হিসেবে নিজেদের সুশীলতা-স্নিগ্ধতা, সুনিপুতার চর্চা করার আহ্বান জানিয়ে বলেন, কয়দিন আগে তোমরা আমাদের ছাত্রী ছিলে। আজ আমাদের সহকর্মী। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। রোগীদের সাথে আন্তরিক দরদী ব্যবহারের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. এসএম আবু আহসান, অধ্যাপক ডা. বদরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, অধ্যাপক ডা. মারুফা আখতার, সহযোগী অধ্যাপক ডা. মো. আফজাল হোসেন খান।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. শর্মিষ্ঠা ঘোষ। সঞ্চালনা করেন প্রভাষক ডা. রোকসানা হাবিব।

ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান ইন্টার্ন কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান।

অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।

উল্লেখ্য, নবীন এই চিকিৎসকরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। পাশের হারের দিক থেকে ২৪টি মেডিকেল কলেজের মধ্যে আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান সপ্তম।