ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অভয়নগরের চাঞ্চল্যকর তরিকুল হত্যা

অস্ত্রসহ ৫ আসামি গ্রেফতার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল-গুলিসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে ডিবি -কপোতাক্ষ

যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভূঁঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত মঙ্গল ও বুধবার যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন : যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মো. মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মো. হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খাঁর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৩৮), একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫) ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।

ডিবি ওসি জানান, হত্যাকাণ্ডের পর মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অভয়নগরের চাঞ্চল্যকর তরিকুল হত্যা

অস্ত্রসহ ৫ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভূঁঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত মঙ্গল ও বুধবার যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন : যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মো. মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মো. হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খাঁর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৩৮), একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫) ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।

ডিবি ওসি জানান, হত্যাকাণ্ডের পর মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।