সিনেমা হলে চেতনানাশক খাইয়ে মালামাল লুট
তরুণীর এ কেমন বন্ধু!
- আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
এ কেমন বন্ধু!
যশোর শহরের মনিহার সিনেমা হলে বন্ধুর সাথে সিনেমা দেখতে এসে মূল্যবান জিনিসপত্র খুইয়েছে এক তরুণী। চেতনানাশক ওষুধ খাইয়ে তরুণীকে অজ্ঞান করে তার কাছ থেকে মূল্যবান সামগ্রি নিয়ে পালিয়েছে তারই পরিচিত বন্ধু।
তবে প্রতারক বন্ধু নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে দুইটার দিকে।
নড়াইল জেলা সদরের কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে লতা (২০) তার এক পরিচিত বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে মনিহার হলে আসেন। একপর্যায়ে ওই বন্ধু কৌশলে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে এবং তার সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
সিনেমা হলের কর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে হল ম্যানেজারের সহায়তায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।



















