জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যবিপ্রবিতে ন্যাশনাল কনফারেন্স
- আপডেট সময় : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আজ (বৃহস্পতিবার) ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড সাসটেইনেবল পাথওয়েজ-রিশেপ ২০৫০’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ২০৫০ সালের মধ্যে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ধারণা ও তার সামগ্রিক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিশ্বের আবহাওয়া ও জলবায়ু ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। কনফারেন্সের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং এর প্রভাবের সাথে পরিবেশ, সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য কৌশলগত আধুনিক মানানসই ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আহরন করবে এবং নিজেদের দক্ষ জনবল হিসেব গড়ে তুলবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করি তাই আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে এবং একই সাথে অন্য সবাইকে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ও প্রতিরোধের বিষয়ে সচেতন করতে হবে।
কনফারেন্সে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ও ডিন ড. হামিদুল হক, অ্যাম্বাসি অব দ্য নেদারল্যান্ডস ইন বাংলাদেশের সিনিয়র ওয়াটার রিসোর্সেস পলিসি অ্যাডভাইআর ড. মো. শিবলী সাদিক এবং উত্তরণের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার গভার্নেন্সের হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শ্বাশত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা প্রকৃতিভিত্তিক সমাধান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন, নগর স্থিতিস্থাপকতা, জলবায়ু শাসন, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, জলবায়ু কর্মকাণ্ড এবং টেকসই পথ বলতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য গৃহীত পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ সম্পর্কে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কনফারেন্সের আহ্বায়ক ও সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগ এ কনফারেন্সের আয়োজন করে।



















