ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাতীয় সমাবেশ সফল করতে যশোরে জামায়াতের স্বাগত মিছিল

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে

জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে জামায়াতের বর্ণাঢ্য মিছিল -কপোতাক্ষ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিতে এবং খাদ্য, কর্মসংস্থান, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে যশোর শহর জামায়াতের উদ্যোগে আজ (বুধবার) বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিভিল কোর্ট মোড় থেকে শুরু হয়। মিছিলের শুরুর পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি জাতীয় নির্বাচন। এ লক্ষ্যেই ১৯ জুলাইয়ের সমাবেশ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নয়, রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। খাদ্য, চিকিৎসা, চাকরি- সবকিছুতেই মানুষ আজ বঞ্চিত। এই দুঃশাসনের অবসান ও একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঢাকার সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি।

সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের আমির অধ্যাপক শামসুজ্জামান। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত সর্বদা প্রস্তুত। আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে হবে। এজন্য শান্তিপূর্ণ গণআন্দোলনের বিকল্প নেই।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকার সমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সরকারি সেক্রেটারি রেজাউল করিম মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, শহর নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

নেতৃবৃন্দ সমাবেশকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সমাবেশ সফল করতে যশোরে জামায়াতের স্বাগত মিছিল

আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিতে এবং খাদ্য, কর্মসংস্থান, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে যশোর শহর জামায়াতের উদ্যোগে আজ (বুধবার) বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিভিল কোর্ট মোড় থেকে শুরু হয়। মিছিলের শুরুর পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি জাতীয় নির্বাচন। এ লক্ষ্যেই ১৯ জুলাইয়ের সমাবেশ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নয়, রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। খাদ্য, চিকিৎসা, চাকরি- সবকিছুতেই মানুষ আজ বঞ্চিত। এই দুঃশাসনের অবসান ও একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঢাকার সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি।

সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের আমির অধ্যাপক শামসুজ্জামান। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত সর্বদা প্রস্তুত। আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে হবে। এজন্য শান্তিপূর্ণ গণআন্দোলনের বিকল্প নেই।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকার সমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সরকারি সেক্রেটারি রেজাউল করিম মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, শহর নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

নেতৃবৃন্দ সমাবেশকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।