ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীর
অবশেষে বেনাপোলের পানি নিষ্কাশন কাজ শুরু
- আপডেট সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
অবশেষে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসের জলাবদ্ধতার পানি নিষ্কাশন কাজ শুরু হয়েছে। তবে এই পানি ঢুকে গ্রাম তলিয়ে যাবে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
আজ (বুধবার) বিকেলে ছোটআঁচড়া রেললাইনের কালভার্টের নিচের মাটি কেটে এই পানি নিষ্কাশন শুরু হয়। বেনাপোল পৌর কর্তৃপক্ষ এ নিষ্কাশন কাজ পরিচালনা করছে।
এর আগে, গত ৯ জুলাই বেনাপোল পৌর প্রশাসক শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান ৬ সদস্যর পানি নিষ্কাশন কমিটি গঠন করেন। এর সভাপতি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী শওকাত সেতু।
উল্লেখ্য, বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া কাস্টমস হাউজের পিছনে রেললাইন মেরামতের সময় একটি ব্রিজের মাটি ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে বন্দর ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সরকারি কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি এবং আমদানিকৃত পণ্য খালাসে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশরাফ হোসেন ও সহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন, রেলওয়ের একটি কালভার্টে মাটি ভরাট করায় পানি আটকে যায়। এ কারণে বন্দর এলাকা ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার নিজস্ব শ্রমিক দিয়ে কালভার্টের নিচে খনন করা হচ্ছে। পানি ছোটআঁচড়া রেললাইনের নিচে দিয়ে ভবেরবেড় হয়ে বেরিয়ে যাবে।
তবে স্থানীয় গ্রামবাসিরা বলেন, এই পানি আসলে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে। কারণ পাশে বিলে পানি অনেক জমে গেছে। এ পানি বিলে ঢুকতে পারবে না। সব পানি গ্রামের মধ্যে প্রবেশ করবে। পানি নিষ্কাশনের সঠিক পথ হচ্ছে হাকর নদীতে পানি দিতে হবে। এর জন্য যশোর-বেনাপোল মহাসড়কের প্রধান সড়কের নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে।



















