যশোরে ভুয়া ডাক্তার আটক
সেই কনস্টেবল পেলেন ‘নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার’
- আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তারকে আটক করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল মো. সোহেল রানা ‘ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার’ লাভ করেছেন।
আজ (বুধবার) যশোর জেলা পুলিশ লাইন্সের ডিলশেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন।
সোহেল রানা ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি যশোর জেলা পুলিশে যোগদান করেন। দায়িত্বপ্রাপ্ত হয়েই তিনি যশোর জেনারেল হাসপাতালে ডিউটি পালন শুরু করেন। পরে বিভিন্ন স্থানে কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন শেষে আবারও তাকে হাসপাতালে ডিউটির দায়িত্ব দেওয়া হয়।
ডিউটিরত অবস্থায় তিনি হাসপাতালকেন্দ্রিক দালালচক্র, মোবাইল চোর ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। রোগীদের সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছিলেন তিনি। এ সময় হাসপাতাল সংশ্লিষ্টদের কাছে অভিযোগ আসে যে, একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন রোগীদের সাথে প্রতারণা করছে।
অভিযোগের প্রেক্ষিতে কনস্টেবল সোহেল রানা একক প্রচেষ্টায় শুরু করেন তদন্ত কার্যক্রম। হাসপাতালের ইন্টার্ন, সরকারি-বেসরকারি ডাক্তার, মেডিকেল শিক্ষার্থীসহ অনেকে থাকায় সত্যিকারের প্রতারককে শনাক্ত করা ছিল কঠিন কাজ। এরপরও নিরলস প্রচেষ্টায় দীর্ঘ সাড়ে চার মাসের তদন্ত শেষে তিনি শিশু ওয়ার্ড থেকে প্রতারক ভুয়া ডাক্তারকে আটক করতে সক্ষম হন। তার এই সাহসিকতা এবং নিষ্ঠার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি প্রশংসিত হয়।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়, কনস্টেবল সোহেল রানার এই দায়িত্বশীলতা এবং নাগরিক সেবার মান উন্নয়নে অবদান ভবিষ্যত পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।



















