ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান

শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

এসিড দগ্ধদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় -কপোতাক্ষ ফাইল ছবি

যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ এসিড হামলার ঘটনা ঘটে। ’

আহতরা হলেন : ঐ গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

ভুক্তভোগী নারীর চাচা আব্দুর রহমান জানান, রিপা বছর চারেক স্বামী পরিত্যক্তা। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন এসিডে দগ্ধ হন।

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, এসিডে শিশু ইয়ানুর রহমানের পাসহ বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা ও বোনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার তদন্ত অফিসার আবু সাঈদ জানান, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান

শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপ

আপডেট সময় : ০২:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ এসিড হামলার ঘটনা ঘটে। ’

আহতরা হলেন : ঐ গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

ভুক্তভোগী নারীর চাচা আব্দুর রহমান জানান, রিপা বছর চারেক স্বামী পরিত্যক্তা। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন এসিডে দগ্ধ হন।

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, এসিডে শিশু ইয়ানুর রহমানের পাসহ বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা ও বোনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার তদন্ত অফিসার আবু সাঈদ জানান, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।