গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য
যবিপ্রবিতে একাডেমিক পরিবেশ উন্নয়নে সেমিনার
- আপডেট সময় : ০১:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে
গবেষণার মাধ্যমে একাডেমিক পরিবেশের উন্নয়ন ও তার সামগ্রিক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে আজ (বুধবার) ‘অ্যানহাচিং দ্য অ্যাকাডেমিক এনভাইরনমেন্ট টু ফস্টার রিসার্চ কলাবোরেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আড্ডার সাথে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করবে এবং দিন শেষে পড়ালেখা করবে। তোমরা পড়াশোনা ও ভালো গবেষণার মাধ্যমে সমাজের জন্য দক্ষ জনশক্তি হিসেব নিজেদের গড়ে তুলবে, তবেই চাকরি তোমাদের জন্য অপেক্ষা করবে। তোমরা স্বপ্ন দেখবে এবং সে অনুযায়ী পরিশ্রম করতে থাকবে। এধরনের সেমিনার থেকে নিজেদের জ্ঞানের ঘাটতিগুলো খুঁজে নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করবে।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার পার্থের অধ্যাপক ড. মো. সালেকুজ্জামান। তিনি গবেষণার মাধ্যমে একাডেমিক পরিবেশের উন্নয়ন ও তার সামগ্রিক বিষয়ে প্রযুক্তিগত গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা উপস্থাপন করেন।
সেমিনারে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োসায়েন্স টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার পরিচালনা করেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।



















