ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৪৪৮ বার পড়া হয়েছে

বেলেঘাটা এলাকার ওপর দিয়ে সঞ্চালন লাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় -কপোতাক্ষ

বাগেরহাটের রামপাল থেকে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন যশোরে আনার পথে যশোর সদর উপজেলার বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) এলাকার ওপর দিয়ে সঞ্চালন লাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রোববার) দুপুরে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।

কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে ৪০-৫০ জন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, তোতা, রফিকুল ইসলাম, শুকুর আলী, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ কামরুল হোসেন, মো. জালাল হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার যদি জমি অধিগ্রহণ কিংবা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তাহলে তা হতে হবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ-আলোচনা এবং ন্যায্য ক্ষতিপূরণের ভিত্তিতে। তাছাড়া বিকল্প ব্যবস্থা না নিয়ে বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না।

তারা আরও জানান, এ সংক্রান্ত দাবিসংবলিত একটি স্মারকলিপি আগামী ২ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বাগেরহাটের রামপাল থেকে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন যশোরে আনার পথে যশোর সদর উপজেলার বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) এলাকার ওপর দিয়ে সঞ্চালন লাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রোববার) দুপুরে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।

কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে ৪০-৫০ জন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, তোতা, রফিকুল ইসলাম, শুকুর আলী, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ কামরুল হোসেন, মো. জালাল হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার যদি জমি অধিগ্রহণ কিংবা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তাহলে তা হতে হবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ-আলোচনা এবং ন্যায্য ক্ষতিপূরণের ভিত্তিতে। তাছাড়া বিকল্প ব্যবস্থা না নিয়ে বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না।

তারা আরও জানান, এ সংক্রান্ত দাবিসংবলিত একটি স্মারকলিপি আগামী ২ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হবে।