ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকা যাচ্ছিলেন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যশোরের ৪ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৫৬৬ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দলটির ইউনিয়ন সভাপতিসহ যশোরের চারজন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
আজ (শনিবার) ভোররাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখি লেনে, সিংপাড়া-নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি ডা. আব্দুল জালিল (৬৫), ডা. আব্দুল হালিম (৫৫), মধুগ্রাম আড়পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মুজাহিদ জিল্লুর রহমান (৬৫) এবং পাগলাদহ গ্রামের মো. বাপ্পির ছেলে মো. হাসিব (৩২)।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুতগতির যাত্রীবাহী বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও দুজনের।
এ ঘটনায় গুরুতর আহত আরও ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, মাত্রাতিরিক্ত গতির কারণে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
অভিযুক্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে বাসের চালক ও হেলপার। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।



















