নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক গুরুতর
পিকআপের চাকায় মোটরসাইকেল আরোহী পিষ্ট
- আপডেট সময় : ০১:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪৬০ বার পড়া হয়েছে
যশোর-বেনাপোল সড়কের চারাতলায় আজ (শুক্রবার) দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শিহাব নামে এক যুবক (২৫) নিহত এবং মোটরসাইকেল চালক আব্দুর রহিম (৩২) আহত হয়েছেন। দুজনের বাড়ি নড়াইল সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান বলেন, যশোরগামী মোটরসাইকেলটি ঝিকরগাছা চারাতলা নামক স্থানে একটি পিকআপকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বেনাপোলগামী একটি পরিবহন দেখে মোটরসাইকেল চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আরোহী শিহাব মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে পিকআপের পিছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক আব্দুর রহিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই নুর ইসলাম এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন।


















