এনসিপির নতুন ১৫০ সদস্যকে ফুল দিয়ে বরণ
- আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৪২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান আজ (শুক্রবার) প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নানা শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
এসময় আনন্দঘন পরিবেশে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক নুরুজ্জামান ও জেলা সংগঠক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপির পথচলা অব্যাহত থাকবে। নতুন সদস্য যুক্ত হওয়ায় যশোর জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এনসিপি যশোরে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।






















