যশোরের শীর্ষ সন্ত্রাসী ডলার গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে
যশোরের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতার ডলার যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিনি ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
আজ (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, যশোরের শীর্ষ সন্ত্রাসী ডলার সোমবার রাত সাড়ে ১০টার দিকে রেলগেট এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুইয়া জানান, গ্রেফতার ডলার এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি খুন, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক, ২টি দ্রুত বিচার আইনসহ ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় পলাতক ছিলেন ডলার।



















