ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগে ন্যাশনাল কনফারেন্স

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৪৩৫ বার পড়া হয়েছে

যবিপ্রবির পিইএসএস বিভাগের ন্যাশনাল কনফারেন্সে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন -কপোতাক্ষ

স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়ায় সাফল্যসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির পিইএসএস বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, একই ছাতার নিচে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে যা যোগাযোগ দক্ষতা, জ্ঞানের আদান প্রদান এবং নতুন উদ্ভাবন তৈরির চিন্তাশক্তি বৃদ্ধি করবে। শিক্ষাকে সময়োপযোগী করা এবং গবেষণাকে ফলপ্রসূ করাই আমাদের লক্ষ্য। গবেষণাকে ফলপ্রসূ করতে পারলে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আমরা সহজেই মোকাবেলা করতে পারবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাত্যহিক জীবনের পরিবর্তন এনে তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সচেতন হয়ে নিজেদের আন্তর্জাতিকমানের ক্রীড়াবিদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জাতি হিসেবে নিজেদের পরিবর্তন করে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারলেই জাতির সবচেয়ে বড় বিপ্লব হবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গড়ে তোলাই হবে তোমাদের মূল লক্ষ্য। তাহলেই তোমরা দেশ ও জাতিকে নতুন পথ দেখাতে পারবে।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার ব্যানার্জি। তিনি স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে প্রয়োগের নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পরে টেকনিক্যাল সেশন এবং ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল ইসলাম জুয়েল। বিকেলে কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও পিইএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাছিম রেজা।

অনুষ্ঠানে পিইএসএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শৈবাল চন্দ, সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, প্রভাষক মো. আরমান গাজী, মো. ইমান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিইএসএস বিভাগের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ও ফারজানা রহমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগে ন্যাশনাল কনফারেন্স

আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়ায় সাফল্যসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির পিইএসএস বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, একই ছাতার নিচে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে যা যোগাযোগ দক্ষতা, জ্ঞানের আদান প্রদান এবং নতুন উদ্ভাবন তৈরির চিন্তাশক্তি বৃদ্ধি করবে। শিক্ষাকে সময়োপযোগী করা এবং গবেষণাকে ফলপ্রসূ করাই আমাদের লক্ষ্য। গবেষণাকে ফলপ্রসূ করতে পারলে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আমরা সহজেই মোকাবেলা করতে পারবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাত্যহিক জীবনের পরিবর্তন এনে তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সচেতন হয়ে নিজেদের আন্তর্জাতিকমানের ক্রীড়াবিদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জাতি হিসেবে নিজেদের পরিবর্তন করে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারলেই জাতির সবচেয়ে বড় বিপ্লব হবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গড়ে তোলাই হবে তোমাদের মূল লক্ষ্য। তাহলেই তোমরা দেশ ও জাতিকে নতুন পথ দেখাতে পারবে।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার ব্যানার্জি। তিনি স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে প্রয়োগের নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পরে টেকনিক্যাল সেশন এবং ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল ইসলাম জুয়েল। বিকেলে কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও পিইএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাছিম রেজা।

অনুষ্ঠানে পিইএসএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শৈবাল চন্দ, সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, প্রভাষক মো. আরমান গাজী, মো. ইমান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিইএসএস বিভাগের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ও ফারজানা রহমান।