ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বস্ত্রপ্রযুক্তির টেকসই উন্নয়নে কনফারেন্স

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্সে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ -কপোতাক্ষ

পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বস্ত্রপ্রযুক্তিতে উন্নয়ন ও নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল টেকনোলজি : ফিউচার ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির টিই বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববাজারে বস্ত্রশিল্পের কর্মক্ষেত্রের পরিধি অনেক। দেশের বস্ত্রশিল্পে দক্ষ জনশক্তির অভাবে বিদেশ থেকে আমাদের দক্ষ জনবল উচ্চ বেতনে নিয়োগ দিতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছি তেমনিভাবে বেকাত্বের হার বাড়ছে। যদি আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি তাহলে আমাদের বেকারত্ব হ্রাস পাবে এবং দেশের সম্পদ দেশেই থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে তোমরা জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ দক্ষতা অর্জনের পাশাপাশি নতুন গবেষণায় উৎসাহী হবে। গবেষণার মাধ্যমে তোমরা এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে এবং বস্ত্রপ্রযুক্তিতে নতুন বিপ্লব ঘটাতে পারবে, যা উন্নত জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে পরিচিত হতে পারবো।

কনফারেন্সে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাল মোহন বড়াল প্রধান বক্তা এবং ইএমএমটিএক্স-এর সিনিয়র ম্যানেজার রিদোয়ান অপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বস্ত্রপ্রযুক্তিতে টেকসই উন্নয়ন : ভবিষ্যৎ ধারা ও চ্যালেঞ্জসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে টেক্সটাইল মার্কেটিং-এর উপর ট্রেইনিং এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও টিই বিভাগের চেয়ারম্যান সালমা খাতুন শিলা। অনুষ্ঠানে যবিপ্রবির টিই বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টিই বিভাগের শিক্ষার্থী তানজিম হোসেন ও আব্দুল্লাহ আল নোমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বস্ত্রপ্রযুক্তির টেকসই উন্নয়নে কনফারেন্স

আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বস্ত্রপ্রযুক্তিতে উন্নয়ন ও নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল টেকনোলজি : ফিউচার ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির টিই বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববাজারে বস্ত্রশিল্পের কর্মক্ষেত্রের পরিধি অনেক। দেশের বস্ত্রশিল্পে দক্ষ জনশক্তির অভাবে বিদেশ থেকে আমাদের দক্ষ জনবল উচ্চ বেতনে নিয়োগ দিতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছি তেমনিভাবে বেকাত্বের হার বাড়ছে। যদি আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি তাহলে আমাদের বেকারত্ব হ্রাস পাবে এবং দেশের সম্পদ দেশেই থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে তোমরা জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ দক্ষতা অর্জনের পাশাপাশি নতুন গবেষণায় উৎসাহী হবে। গবেষণার মাধ্যমে তোমরা এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে এবং বস্ত্রপ্রযুক্তিতে নতুন বিপ্লব ঘটাতে পারবে, যা উন্নত জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে পরিচিত হতে পারবো।

কনফারেন্সে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাল মোহন বড়াল প্রধান বক্তা এবং ইএমএমটিএক্স-এর সিনিয়র ম্যানেজার রিদোয়ান অপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বস্ত্রপ্রযুক্তিতে টেকসই উন্নয়ন : ভবিষ্যৎ ধারা ও চ্যালেঞ্জসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে টেক্সটাইল মার্কেটিং-এর উপর ট্রেইনিং এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও টিই বিভাগের চেয়ারম্যান সালমা খাতুন শিলা। অনুষ্ঠানে যবিপ্রবির টিই বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টিই বিভাগের শিক্ষার্থী তানজিম হোসেন ও আব্দুল্লাহ আল নোমান।