ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যবিপ্রবিতে কম্পিউটেশনাল বুদ্ধিমত্তার প্রয়োগ কনফারেন্স

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

কনফারেন্সে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ -কপোতাক্ষ

কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক আলাপচারিতার রোবট, কম্পিউটেশনাল বুদ্ধিমত্তা ও প্রয়োগ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপলিকেশন’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।

কনফারেন্সে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আগামীর পৃথিবী হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় যে দেশ এগিয়ে যাবে, সেই দেশ বিশ্বকে নেতৃত্ব দিবে। আমাদের শিক্ষার্থীরা কনফারেন্স থেকে জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী গবেষণা করে এ বিষয়ে দক্ষতা অর্জন করবে। দক্ষ জনবল হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং বিশ্বকে কম্পিউটেশনাল বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের স্বপ্ন, আকাঙ্খা ও ইচ্ছাশক্তির যত্ন নিতে হবে। জ্ঞান আরোহনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে তাহলে তোমরা এই দেশ ও জাতির উন্নতিতে কাজ করতে পারবে।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের রিডার ইন সাইবার সিকিউরিটি ড. মো. আরাফাতুর রহমান, ফ্রান্সের আরটয়িস বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. উলসিম ইনোউবিল ও যুক্তরাষ্ট্রের মেহারি মেডিকেল কলেজের ডাটা সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. বিষ্ণু সরকার।

বক্তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপলিকেশন’ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত গবেষণালদ্ধ তথ্য আলোকপাত করেন।

কনফারেন্সের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, আইসিইটিইপির প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক আকন্দ ও সিএসই বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিআইইউ হেড ড. মো. আলম হোসেন। কনফারেন্সে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখ ও রোমানা রহমান ইমা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবিতে কম্পিউটেশনাল বুদ্ধিমত্তার প্রয়োগ কনফারেন্স

আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক আলাপচারিতার রোবট, কম্পিউটেশনাল বুদ্ধিমত্তা ও প্রয়োগ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপলিকেশন’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।

কনফারেন্সে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আগামীর পৃথিবী হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় যে দেশ এগিয়ে যাবে, সেই দেশ বিশ্বকে নেতৃত্ব দিবে। আমাদের শিক্ষার্থীরা কনফারেন্স থেকে জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী গবেষণা করে এ বিষয়ে দক্ষতা অর্জন করবে। দক্ষ জনবল হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং বিশ্বকে কম্পিউটেশনাল বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের স্বপ্ন, আকাঙ্খা ও ইচ্ছাশক্তির যত্ন নিতে হবে। জ্ঞান আরোহনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে তাহলে তোমরা এই দেশ ও জাতির উন্নতিতে কাজ করতে পারবে।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের রিডার ইন সাইবার সিকিউরিটি ড. মো. আরাফাতুর রহমান, ফ্রান্সের আরটয়িস বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. উলসিম ইনোউবিল ও যুক্তরাষ্ট্রের মেহারি মেডিকেল কলেজের ডাটা সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. বিষ্ণু সরকার।

বক্তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপলিকেশন’ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত গবেষণালদ্ধ তথ্য আলোকপাত করেন।

কনফারেন্সের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, আইসিইটিইপির প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক আকন্দ ও সিএসই বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিআইইউ হেড ড. মো. আলম হোসেন। কনফারেন্সে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখ ও রোমানা রহমান ইমা।