মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম
বিএনপি বায়বীয় আশ্বাসে বিশ্বাসী নয়
- আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ওপর নির্ভরশীল বলেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। আর তাই বিএনপি বায়বীয় আশ্বাসে বিশ্বাসী নয়। আজ (বুধবার) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।
বিএনপি সমমনা শিক্ষকজোট যশোরের আয়োজনে নার্গিস বেগম বলেন, তরুণদের জন্য নিরাপদ চমৎকার বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা। এটা দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন। বিগত ১৬ বছর দেশের সব সেক্টরকে যেভাবে অমর্যাদাকর জায়গায় পৌঁছে দিয়েছে সেটা জাতির জন্য ন্যাক্কারজনক। সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে চাই। ছোট দেশ হিসেবে অনেক দেশ আমাদের উত্তপ্ত করে বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
শিক্ষকদের সমালোচনা করে ভাইস চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। বিগত আন্দোলনে আমরা শিক্ষক সমাজের সংক্রিয় সমর্থন কম পেয়েছি। আপনারা ভয় পেয়েছেন। এখন রাজপথে নেমে যাদের কাছে নানা দাবি উঠাচ্ছেন, তারা কিন্তু ভয় পায়নি। আপনারা শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা শেখাবেন না, তাদের ন্যায় অন্যায় শেখাবেন। চোখ কান খোলা রেখে ছাত্রদের সচেতন করুন। আমাদের সিদ্ধান্ত সমস্ত পেশাজীবী মানুষের সাথে নিয়ে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার।
সেমিনারে প্রধান আলোচক বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদাকে সর্বনিম্ন পর্যায়ে এনে নামিয়েছিল। তাদেরকে দিয়ে নির্বাচনে ব্যালট পেপারে জোরপূর্বক সীল মেরে বাক্সে ঢুকাতে বাধ্য করেছিল। ভোট ডাকাতির মতো একটি জঘন্য কাজে শিক্ষকদের সম্পৃক্ত করেছিল। সেই শিক্ষকদের শিক্ষা ছাত্র-ছাত্রীদের হৃদয়ে কতটুকু দাগ কাটবে সেটা ভাববার বিষয়। সেদিন সমাজের সকল শ্রেণীর মানুষ আওয়ামী সরকারের ভোট ডাকাতির বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছিল। আবার অনেক শিক্ষক সেদিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জঘন্য এবং ঘৃণিত কাজকে প্রত্যাখ্যান করে আনন্দচিত্তে শাস্তিকে মাথা পেতে নিয়েছিল। এখন বিএনপি সমাজটাকে নতুন করে গড়তে চায়, সংস্কার করতে চায়। এটা এককভাবে সম্ভব না। সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা না পেলে এটা সম্ভব না। আমরা মনে করি এই রাষ্ট্র সংস্কারে শিক্ষক সমাজ অলোকবর্তিতা হয়ে কাজ করবে।
কলেজ শিক্ষক সমিতি যশোরের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, আমিনুর রহমান মধু প্রমুখ।


















