রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে
বেনাপোল সীমান্তে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩৮০ বার পড়া হয়েছে
বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠ থেকে আজ (শনিবার) মনিরুজ্জামান (৫৫) এবং রেহেনা বেগম (৫০) নামের দুটি মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিহত দুজন স্বামী-স্ত্রী। লাশ দুটির গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারনা, দুর্বৃত্তরা তাদের পিটিয়ে হত্যা করেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৬টায় সীমান্ত সংলগ্ন্ন গ্রাম রঘুনাথপুর পশ্চিমপাড়া মাঠে ২টি লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি প্রতিনিধিদল ঐ মাঠে যায়। প্রথমে রেহেনা বেগম নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়। এর ২শ’ গজ দূরে একটি আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মনিরুজ্জামানের লাশ। নিহত মনিরুজ্জামান ঐ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহত মনিরুজ্জামানের ছোটভাই আসাদুজ্জামান বলেন, আমার ভাই-ভাবি আত্মহত্যা করেনি। এভাবে মৃত্যুর কারণ বা রহস্য আমরা খুঁজে পাচ্ছি না। তবে ধারনা করছি দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে ভাবিকে মাঠে ফেলে রেখে গেছে এবং ভাইকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেেেছ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠ থেকে রেহেনা বেগমের লাশ উদ্ধার করা হয় এবং মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয় পাশ্ববর্তী একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায়। লাশ দুটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদ করা হয়েছে। তবে এ মৃুত্যু কিভাবে হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে।
এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা হয়েছে।


















