আদালতে দায় স্বীকার
চৌগাছার রেকসোনা হত্যায় স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০১:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩৭৪ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় গৃহবধূ রেকসোনা খাতুন (৪০) হত্যার দায় স্বীকার করেছেন স্বামী রাকিব হোসেন সিজার। বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমালী আদালতের বিচারক মাহবুবা শারমিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে বুধবার গভীর রাতে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানার মাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সিজারতে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। রাকিব হোসেন সিজার চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের আবদার আলীর ছেলে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, চলতি বছরের ১০ মার্চ পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে রেকসোনা খাতুনকে কুপিয়ে হত্যা করেন স্বামী রাকিব হোসেন সিজার। এ ঘটনার পর পালিয়ে যান সিজার। পরে নিহতের পিতা সানোয়ার মন্ডল বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।
মামলাটির ছায়াতদন্তে ছিল পিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানার মেদিনী মন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদ্মাসেতু উত্তর থানা পুলিশের সহায়তায় রাকিব হোসেন সিজারকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে সিজার। বুধবার যশোরের সিনিয়র জুডিসিয়াশ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাকিব হোসেন সিজার।



















