শোকসভা ও দোয়া মাহফিল
সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলমকে স্মরণ
- আপডেট সময় : ০১:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য একাত্তরের শহীদ পরিবারের সন্তান সৈয়দ শাহাবুদ্দিন আলম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সৈয়দ শাহাবুদ্দিন আলমের বিদেহী আত্মার শান্তি কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি সাজেদ রহমান। সঞ্চালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
স্মৃতিচারণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক নেতা আমিনুর রহমান মামুন, ওহাবুজ্জামান ঝন্টু, মনোতোষ বসু, সাজ্জাদ গনি খাঁন রিমন, আকরামুজ্জামান, এইচ আর তুহিন, দেওয়ান মোর্শেদ আলম ও গোপীনাথ দাস। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



















