সংবাদ শিরোনাম ::
প্রতিবেদক
অস্ত্র আইনে সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৩৮০ বার পড়া হয়েছে
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেটি জমা না দিয়ে নিজ হেফাজতে রাখার অভিযোগে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম মঙ্গলবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে তার লাইসেন্সের বৈধতা স্থগিত করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা না করে আত্মগোপনে রয়েছেন। তার হেফাজতের অস্ত্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই অভিজিৎ সিংহ।



















