যশোরে সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা
সমাজে পজেটিভ পরিবর্তন আনার স্বপ্ন বাফুফে সভাপতির
- আপডেট সময় : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন -কপোতাক্ষ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ফুটবল আমরা টুর্নামেন্ট হিসাবে খেলবো না; সমাজে পজেটিভ পরিবর্তন আনতে আমরা ফুটবল খেলবো। এই ফুটবল শুধু স্টেডিয়ামকেন্দ্রিক থাকবে না; ইউনিয়ন স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে দেব। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। এখন সময় এসেছে দেশের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার। সেইসাথে দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে বিদেশিদের বুকে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার।
আজ (শুক্রবার) রাতে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তাবিথ আউয়াল বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সকল অসামাজিকতা রোধে যুব সমাজকে সাহসিকতার সাথে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায় অসঙ্গতি সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ, তবে এটিকে পজেটিভ হিসেবে ব্যবহার করতে হবে।
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকার সিনিয়র সাংবাদিক হারুন জামিল, দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্ব্য়াক গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।
এর আগে দুপুরে প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে জেলার ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের সঙ্গে তাবিথ আউয়াল মতবিনিময় করেন।


















