সংবাদ শিরোনাম ::
পাওনা টাকা চাওয়ায় যুবক নিহত
প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানান, আজ (শনিবার) দুপুর ১২টার দিকে জমি বন্ধকের ৬০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে একই গ্রামের মফিজুর রহমান (৫৫), মশিয়ার রহমান (৪০) ও সাইদুল্লাহর (৩৪) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা একত্রিত হয়ে সুমনকে পিটিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, এখনও কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।



















