সংবাদ প্রকাশের জের
যশোরে দুই সাংবাদিকের নামে মামলা
- আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
সংবাদ প্রকাশের জেরে যশোরের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার (৬ মে) পদ স্থগিত হওয়া নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুয়াখোলা গ্রামের আসাদুজ্জামান জনি বাদী হয়ে মানহানির অভিযোগে এই মামলাটি করেছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ তদন্ত করে অভয়নগর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান জনি অভয়নগরের নওয়াপাড়া বাজারের বিশিষ্ট সার, সিমেন্ট, কয়লা, শিপিং, পার্কসহ বিভিন্ন ব্যবসায়ী। তিনি নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ৫ মে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকাতে ‘ঘাট-মাদক নিয়ন্ত্রণে অপ্রতিরোধ্য জনি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদের ভিতরে জনিকে সন্ত্রাসী বাহিনীর লালনকারী, মাদক সিণ্ডিকেট নিয়ন্ত্রণ ও চোরাকারবারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে জনি এসবের কোনকিছুর সাথে জড়িত নয়। সমাজে হেয় করতে ও প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে পত্রিকার প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক এহেন মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। এ সংবাদ পত্রিকায় প্রকাশ ও পত্রিকা বিক্রি করে সম্মানহানির অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।
এদিকে, যশোরে দুই সাংবাদিকের নামে মামলা হওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন যশোরের সাংবাদিকরা। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে বলেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে সমাধানের যথেষ্ট উপায় ও সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্তচক্র সেসব নিয়মনীতির তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে নিয়মাতান্ত্রিক পন্থায় তা মোকাবিলা করবে।
এছাড়া, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানানোর অধিকার এবং সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্তচক্র সেইসব নিয়মনীতির তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এজন্য নেতৃবৃন্দ অবিলম্বে এই দুর্বৃত্তচক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।



















