যশোরের মহাসড়ক ঘেঁষা অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ
- আপডেট সময় : ০১:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মহাসড়ক ঘেঁষে থাকা প্রায় অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুইপাশে থাকা এসব দোকান উচ্ছেদ করে।
বারোবাজার হাইওয়ে থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, চুড়ামনকাটিতে একটি চক্র অতিরিক্ত টোল আদায়ের জন্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক ঘেঁসে স্থায়ী-অস্থায়ী দোকান বসিয়ে থাকে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যশোর-ঝিনাইদহ মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই মহাসড়কে অসংখ্য বাস, ট্রাক, পিকআপসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। ফলে সব সময় যানবাহনের চাপ লেগেই থাকে। মহাসড়কে ঘেঁসে দোকান বসানোর কারণে ওই এলাকার সড়ক ভয়ঙ্কর হয়ে উঠে।
বিগত দিনে এখানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।
বারোবাজার হাইওয়ে থানার ইনচার্জ মহসীন হোসেন বলেন, ‘যশোরের চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুইপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মহাসড়ক ঘেঁসে স্থায়ী-অস্থায়ী দোকান বসিয়ে থাকে। সোমবার সকাল থেকে সবজি, ফল, মাংসসহ ছোট-বড় প্রায় ৫০টি দোকান উঠিয়ে দেয়া হয়েছে। এতে রাস্তার দুই পাশে ১০ ফুট করে জায়গা ক্লিয়ার হয়েছে। ফলে যান চলাচল নিরাপদ ও বাধামুক্ত হলো।’



















