যশোরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী সতীন পলাতক
- আপডেট সময় : ০১:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুরে নিজ বাসা থেকে স্বরুপজান (৪৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) বেলা ১১টার দিকে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত স্বরুপজান খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানিয়েছে, মিন্টু গাজীর প্রথম স্ত্রীর সঙ্গে স্বরুপজানের বনিবনা ছিল না। তাই স্বামীকে নিয়ে পাশেই একটি বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো রবিবার রাতে চাতালের কাজ শেষে বাড়িতে ঘুমিয়ে পড়েন স্বরুপজান। সকালে স্বরুপজান ঘুম থেকে না উঠায় সতিনের মেয়ে ফাতেমা ডাকাডাকি করেন। তিনি ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে স্বরুপজানের উলঙ্গ অবস্থায় গলাকাটা মরদেহ দেখে চিৎকার করেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, নিহতের স্বামী মাদকাসক্ত। কয়েকদিন ধরে জমিজমার গোলযোগ চলছিল তাদের। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বামী, সতিন পলাতক রয়েছে। আসামীদের আটকে অভিযান চালানো হচ্ছে।



















