কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব
ভাগ্য বটে যশোরের!
- আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
ভাগ্য বটে যশোরের! বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয় আয়োজিত রেমিট্যান্স উৎসব ২০২৫-এর ২য় পর্বের প্রথম পুরস্কারও জিতেছে যশোর। এর আগে ১ম পর্বের ১ম পুরস্কারও পেয়েছিলেন যশোরের গ্রাহক।
রেমিট্যান্স উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ২য় পর্বের লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক মণিরামপুর শাখার গ্রাহক শিরিনা বেগম। এর আগে ১ম পর্বের লটারিতে যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখার গ্রাহক স্ত্রী রীমা খাতুন প্রথম পুরস্কার জেতেন।
আজ (বুধবার) মণিরামপুর শাখা আয়োজিত পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তির আনন্দ প্রকাশ করতে গিয়ে শিরিনা বেগম বলেন, ‘কৃষি ব্যাংকের পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত। যখন ব্যাংকের অফিসার (এমডি মহোদয়) কল করে বলিল তখন আমি বিশ্বাস করিনি। ভাবিছি ভুয়া কথা। এখনতো ফোনে কতজন এইরাম কথা কয়। তাই প্রথমে বিশ্বাস করে পারিনি। পুরস্কার হাতে পায়ে ভালো লাকতিছে এবং বিশ্বাসও করতি পারিচি। কৃষি ব্যাংকের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই কৃষি ব্যাংকের সাথে থাকবেন। তালি কিন্তু আপনারাও আমার মতোন পুরস্কার পাতি পারেন!’
বাংলাদেশ কৃষি ব্যাংক মণিরামপুর শাখায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেমিট্যান্স হলো দেশের অর্থনীতির মেরুদণ্ড। তিনি জাতীয় অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে সকলকে বৈধ পথে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের উপর গুরুত্বারোপ করেন।
বিকেবি মণিরামপুর শাখার ম্যানেজার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, যশোর মুখ্য অঞ্চলের ডিজিএম এনায়েত করিম ও বিভাগীয় কার্যালয়, খুলনার ডিজিএম আসলাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, যশোরের এসপিও মুহাম্মদ বনী আমীন।
প্রধান অতিথির নেতৃত্বে ব্যাংকের নির্বাহীবৃন্দ ১ম পুরস্কার হিসেবে ওয়ালটন কোম্পানির ১টি ফ্রিজ শিরিনা বেগমের হাতে তুলে দেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) মো. এনায়েত করিম জানান, এর আগে ১ম পর্বের লটারিতে যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখার গ্রাহক স্ত্রী রীমা খাতুন প্রথম পুরস্কার জেতেন। গত ২৫ মার্চ শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক, লক্ষণপুর বাজার শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী রীমা খাতুনকে ওয়ালটন ফ্রিজ হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিকেবি, বিভাগীয় কার্যালয়ের জিএম আবু হাশেম মিয়া।



















