ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয় -কপোতাক্ষ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ৩০ জনকে ৫৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে যশোর জেলা প্রশাসন। আজ (শনিবার) দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আহত ও নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

অনুদানের চেক প্রদানকালে তিনি বলেন, যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি, তারা কখনো একা ভাববেন না। তাদের পাশে এই সরকার সর্বদা রয়েছে। জুলাই যোদ্ধাদের নির্ধারণ করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা রেখেছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সরকার সবসময় সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে জেলা পরিষদের পক্ষ থেকে ২৫ জন নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ক্যাটাগরিতে আহত একজনকে দুই লাখ ও বি ক্যাটাগরিতে আহত চারজনের পরিবারের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে সর্বমোট ৩০ জনকে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

আপডেট সময় : ০২:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ৩০ জনকে ৫৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে যশোর জেলা প্রশাসন। আজ (শনিবার) দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আহত ও নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

অনুদানের চেক প্রদানকালে তিনি বলেন, যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি, তারা কখনো একা ভাববেন না। তাদের পাশে এই সরকার সর্বদা রয়েছে। জুলাই যোদ্ধাদের নির্ধারণ করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা রেখেছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সরকার সবসময় সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে জেলা পরিষদের পক্ষ থেকে ২৫ জন নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ক্যাটাগরিতে আহত একজনকে দুই লাখ ও বি ক্যাটাগরিতে আহত চারজনের পরিবারের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে সর্বমোট ৩০ জনকে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।