ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়ন
যবিপ্রবির সঙ্গে বিএএসএম’র সমঝোতা স্মারক
- আপডেট সময় : ১২:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে
ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস (বিএএসএম)-এর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলনকক্ষে আজ (সোমবার) এ সমঝোতা স্মারক সই হয়।
যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষে অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন এবং বিএএসএম-এর পক্ষে মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরি প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক সইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীরা দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষণা সম্পাদন করতে পারবে। সিকিউরিটি এক্সচেঞ্জ, ফিন্যান্সিয়াল এডুকেশনসহ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। এটির ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সুন্দর ও মসৃন ক্যারিয়ার গঠন করতে পারবেন।
সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, এফবি বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম শাহারিয়ার, বিএএসএম-এর ড. রোহান সারওয়ার, সাদ্দাম হোসাইন, সহকারী পরিচালক আসলাম শেখ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফজলুর রহমান, এফবি বিভাগের প্রভাষক মো. শাহনুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।



















