ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁচড়ার ‘শ্যামলছায়া পার্কে’ অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্রজনতা, যৌথবাহিনীর উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব দুই দিনের রিমাণ্ডে

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

সাবেক সামরিক সচিব ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে ‘শ্যামলছায়া পার্ক’ থেকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা -কপোতাক্ষ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমাণ্ড আদেশ দিয়েছেন আদালত। ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে তাকে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। বিচারক ফারুক আজম শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্রজনতা। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
রাতেই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার পুলিশ প্রহরায় মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক দীর্ঘদিন তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ জনতা ঘিরে ফেলে। এসময় তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথবাহিনীর সদস্যরা সেখানে যান। এসময় তারা উত্তেজিত ছাত্রজনতাকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথবাহিনীর সদস্যরা।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে শ্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া সরকার থেকে পাওয়া সহস্রাধিক হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে অভিযোগ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চাঁচড়ার ‘শ্যামলছায়া পার্কে’ অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্রজনতা, যৌথবাহিনীর উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব দুই দিনের রিমাণ্ডে

আপডেট সময় : ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমাণ্ড আদেশ দিয়েছেন আদালত। ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে তাকে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। বিচারক ফারুক আজম শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্রজনতা। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
রাতেই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার পুলিশ প্রহরায় মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক দীর্ঘদিন তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ জনতা ঘিরে ফেলে। এসময় তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথবাহিনীর সদস্যরা সেখানে যান। এসময় তারা উত্তেজিত ছাত্রজনতাকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথবাহিনীর সদস্যরা।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে শ্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া সরকার থেকে পাওয়া সহস্রাধিক হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে অভিযোগ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।