যশোর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

- আপডেট সময় : ০২:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
যশোর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। আজ (শুক্রবার) বিকালে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় যেয়ে শেষ হয়। এর আগে, দুপুরের মিছিলসহকারে দলীয় কার্যালয়ে জড়ো হন আট উপজেলার নেতাকর্মীরা।
মিছিলপূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যশোরে জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা, মামলা নির্যাতিত হলেও আন্দোলন থেকে পিছু হাটেনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে যুবদলের নতুন কমিটি ঘোষণা করেছে। দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে।
এসময় জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে নবনির্বাচিত নেতাকর্মীরা শহরের কারবালায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।