ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গদখালির ফুল বাজারে ধস

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

বাহারি ফুল নিয়ে বাজারে আসেন চাষিরা -কপোতাক্ষ

হাত ধরাধরি করে আসা বসন্ত উৎসব আর ভালোবাসা দিবসে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে এবছর ব্যাপক ধস নেমেছে। যেখানে দম ফেলবার ফুসরত মেলে না ফুলচাষিদের, সেখানে এবার তাদের মুখে কালো মেঘের ছায়া। বছরের সবচেয়ে বড় ফুলের ‘পিক সিজনে’ ফুলের বাজার তছনছ হয়ে গেছে। কাক্সিক্ষত দাম না পেয়ে চরম হতাশায় পড়েছেন এখানকার ৬ হাজার ফুলচাষি।

এখানকার অন্যতম ফুলচাষি ইসমাইল হোসেন বলেন, ভালোবাসা দিবসে দেশের বর্তমান পরিস্থিতিতে মসজিদে খুতবায় ও ফেসবুকে না জায়েজ কাজ থেকে বিরত থাকার আহ্বান ফুল বাণিজ্যে ধস নামিয়ে দিয়েছে। এছাড়া একইদিন শবেবরাতে রাত হওয়ায়ও বাজারে প্রভাব পড়েছে। এর বাইরে এবছর এসময় শীত কম থাকায় ফুল বেশি ফুটে বাজারে সরবরাহও বেড়ে গেছে। এতে ফুল বিক্রি ধারণাতীত কম হয়েছে।

গদখালি ফুলের বাজার ঘুরে দেখা গেছে, সাইকেল-ভ্যানে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাদের কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকাসহ বাহারি সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারিরা সেই ফুল কিনছেন। ফুলবেচাকেনার এমন হাকডাক যশোর-বেনাপোল মহাসড়কের সড়ক ঘেঁষে গড়ে উঠা ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে। তবে হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়া বাজারে ফুলের জোগানও বেশি। গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা গাঁদা ফুলসহ সব ফুলের দাম অস্বাভাবিক কমে গেছে। গতবছর এইদিনে গোলাপ প্রতিশ’ ২০০০-২৫০০ বিক্রি হলেও এবছর তা মাত্র ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে এসেছে। জারবেরা গতবছর ৮০০-২০০০ হলেও এবার ৫০০-৮০০, গতবারের ৫০০-১০০০ টাকার রজনীগন্ধা এবার ১০০-৩০০, গতবারের ৪০০-৫০০ টাকার চন্দ্রমল্লিকা ২০০-৩০০, গতবারের ৮০০-২০০০ টাকার গ্লাডিওলাস এবার ৩০০-১০০০ এবং গতবছরের ৭০০-৮০০ টাকার প্রতি হাজার গাঁদার দাম এবার ২০০-৪০০ টাকায় বিক্রি হয়েছে।

ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, চলতি মওসুমে ফুলের দামে এমন বিপর্যয় হতে পারে, আমাদের কল্পনায়ও ছিল না। রাজনৈতিক প্রভাব পড়ায় ফুল বিক্রি সেভাবে হয়নি। ইংরেজি নববর্ষ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট ছিল আমাদের। কিন্তু এবছর এ পর্যন্ত মাত্র ১৬ থেকে ১৮ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গদখালির ফুল বাজারে ধস

আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

হাত ধরাধরি করে আসা বসন্ত উৎসব আর ভালোবাসা দিবসে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে এবছর ব্যাপক ধস নেমেছে। যেখানে দম ফেলবার ফুসরত মেলে না ফুলচাষিদের, সেখানে এবার তাদের মুখে কালো মেঘের ছায়া। বছরের সবচেয়ে বড় ফুলের ‘পিক সিজনে’ ফুলের বাজার তছনছ হয়ে গেছে। কাক্সিক্ষত দাম না পেয়ে চরম হতাশায় পড়েছেন এখানকার ৬ হাজার ফুলচাষি।

এখানকার অন্যতম ফুলচাষি ইসমাইল হোসেন বলেন, ভালোবাসা দিবসে দেশের বর্তমান পরিস্থিতিতে মসজিদে খুতবায় ও ফেসবুকে না জায়েজ কাজ থেকে বিরত থাকার আহ্বান ফুল বাণিজ্যে ধস নামিয়ে দিয়েছে। এছাড়া একইদিন শবেবরাতে রাত হওয়ায়ও বাজারে প্রভাব পড়েছে। এর বাইরে এবছর এসময় শীত কম থাকায় ফুল বেশি ফুটে বাজারে সরবরাহও বেড়ে গেছে। এতে ফুল বিক্রি ধারণাতীত কম হয়েছে।

গদখালি ফুলের বাজার ঘুরে দেখা গেছে, সাইকেল-ভ্যানে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাদের কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকাসহ বাহারি সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারিরা সেই ফুল কিনছেন। ফুলবেচাকেনার এমন হাকডাক যশোর-বেনাপোল মহাসড়কের সড়ক ঘেঁষে গড়ে উঠা ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে। তবে হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়া বাজারে ফুলের জোগানও বেশি। গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা গাঁদা ফুলসহ সব ফুলের দাম অস্বাভাবিক কমে গেছে। গতবছর এইদিনে গোলাপ প্রতিশ’ ২০০০-২৫০০ বিক্রি হলেও এবছর তা মাত্র ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে এসেছে। জারবেরা গতবছর ৮০০-২০০০ হলেও এবার ৫০০-৮০০, গতবারের ৫০০-১০০০ টাকার রজনীগন্ধা এবার ১০০-৩০০, গতবারের ৪০০-৫০০ টাকার চন্দ্রমল্লিকা ২০০-৩০০, গতবারের ৮০০-২০০০ টাকার গ্লাডিওলাস এবার ৩০০-১০০০ এবং গতবছরের ৭০০-৮০০ টাকার প্রতি হাজার গাঁদার দাম এবার ২০০-৪০০ টাকায় বিক্রি হয়েছে।

ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, চলতি মওসুমে ফুলের দামে এমন বিপর্যয় হতে পারে, আমাদের কল্পনায়ও ছিল না। রাজনৈতিক প্রভাব পড়ায় ফুল বিক্রি সেভাবে হয়নি। ইংরেজি নববর্ষ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট ছিল আমাদের। কিন্তু এবছর এ পর্যন্ত মাত্র ১৬ থেকে ১৮ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।