যশোরে যুবদলের নেতৃত্বে তমাল-রানা

- আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
যশোরে জেলা যুবদলে এম তমাল আহমেদকে আহ্বায়ক ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (বুধবার) যুবদলের জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবীর সুমন, কবীর হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এ আহ্বায়ক (আংশিক) কমিটির অনুমোদন দিয়েছেন। একইসাথে আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, নবগঠিত কমিটির নেতারা দায়িত্ব গ্রহণের পর যুবদলকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে কাজ করবে। যুবদলের সকল স্তরের নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আরও গতিশীল করে তোলা হবে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮ সালের ২জুন জেলা যুবদলের ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।