চাঁদার টাকা না পাওয়ায় জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ
যশোরের আলোচিত টিএসআই রফিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

- আপডেট সময় : ০২:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
পুলিশে চাকরি দেয়ার নামে ৩০ লাখ টাকা চাদাবাজির ঘটনায় যশোর সদর পুলিশ ফাঁড়ির আলোচিত টিএসআই রফিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ (বুধবার) যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে কোতয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তফা মাহফুজুর রহমান।
অপর আসামিরা হলেন : খুলনা খানজাহান আলী থানার মশিয়ালি গ্রামের মৃত ইউসুফ আলী শিকদারের দুই ছেলে শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম এবং যশোর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশকার হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের চাল বাজারের পাশের একটি কাপড়ের দোকানে শহিদুল ইসলাম মন্ডলের সাথে টিএসআই রফিকের পরিচয় হয়। সেদিন শহিদুল ইসলাম তার দুই ছেলেকে পুলিশের চাকরিতে দিতে ইচ্ছা পোষন করেন রফিকের সামনে। রফিক সেদিন তার কাছ থেকে তার ঠিকানা সংগ্রহ করে রেখেছিলেন। ৫-৬ দিন পর টিএসআই রফিক তার দুই সহকর্মী পুলিশ সাথে নিয়ে শহিদুল ইসলামের পাঁচবাড়িয়া গ্রামের বাড়ি যান এবং তার দুই ছেলেকে দেখে চাকরির নিশ্চয়তা দেন। এরপর টিএসআই রফিক তার জমিজায়গার খোঁজ নেন। একপর্যায়ে তার একদাগে ২ একর ১০ শতক জমির দেখে টিএসআই রফিক হাঁস-মুরগি ও গরুর খামারের প্রস্তাব দেন এবং জমির কাগজপত্র নিয়ে যান।
২০২৫ সালের ৩ ডিসেম্বর যশোর পুলিশ লাইনে কনস্টেবল পদে লোক নিয়োগ পরীক্ষা হয়। এদিন শহিদুল ইসলামের দুই ছেলে পুলিশ লাইন মাঠে গেলে টিএসআইর রফিক তাদের মাঠে দাঁড় করিয়ে চলে যান। প্রাথমিক বাছাইয়ে শহিদুল ইসলামের দুই ছেলে বাদ পড়ে যায়। বিষয়টি যশোর ফাঁড়িতে গিয়ে টিএসআই রফিককে জানান শহিদুল ইসলাম। তারপরও রফিক তাদের চাকরি দিবেন বলে আশস্ত করেন। ৬ ডিসেম্বর তার দুই ছেলেকে ডেকে টিএসআই রফিক লিখিত পরীক্ষা নেন এবং চাকরি না হওয়ায় বাড়ি চলে যান।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শহিদুল ইসলামকে সদর ফাঁড়িতে ডেকে টিএসআই রফিক গালিগালাজ করেন এবং তার দ্ইু ছেলেকে চাকরি দেয়ার জন্য কর্মকর্তাদের দেয়া ৩০ লাখ টাকা দাবি করেন। অন্যথায় তার ২ একর ১০ শতক জমি দলিল করে দেয়ার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। ওই বছরের ১২ মার্চ টিএসআই রফিকসহ দুই পুলিশ সদস্য শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে ও তার স্ত্রী এবং দুই ছেলেকে অপহরণ করে যশোর সদর ফাঁড়িতে এনে আটকে রাখে। রাত ১০টার পরে টিএসআই রফিক দলিল লেখক আশকার হোসেনকে ফাঁড়িতে এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ক্রেতা শফিকুল ইসলামের নামের দলিলে স্বাক্ষর করে নেন। পরদিন তাদের সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে দলিল রেজিস্ট্রি করে নেন। এনিয়ে বাড়াবাড়ি করলে পরিবারের সকলকে ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ২০২০ সালে শফিকুল ইসলাম তার এ জমি তার ভাই রফিকুল ইসলামের নামে দলিল করে দেন। এরপর থেকে তারা টিএসআই রফিক গরুর খামার করে জমি ভোগদখল করে আসছিলেন। আসামি টিএসআই রফিক প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।