পাওনা টাকা চাওয়ার অপরাধ!
যশোরে ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই হত্যাকারী অপু হোসেন (৩০) ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দু’পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার দুপুরবেলা রহিমা মাঠে কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারান।
স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন বলেন, গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধোর করছে। এ সময় রহিমাকে ঠেলে পাকা রাস্তার উপর ফেলে দিলে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনেন রহিমা মারা গেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, হত্যাকান্ডের বিষয়ে পুলিশ কাজ করছে।



















